গৌরনদী
গৌরনদীতে স্যারকে বাতাস না দেয়ায় ছাত্রকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম টিটু তার গায়ে বাতাস দেওয়ার জন্য তৃতীয় শ্রেনির ছাত্র সিয়াম বেপারীকে নির্দেশ দেন। সিয়াম বেপারী পরীক্ষা আছে বলে বাতাস না দিয়ে চলে যাওয়ায় সহকারী শিক্ষক টিটু ক্ষিপ্ত হয়ে ছাত্রকে ডেকে বেদমভাবে পিটিয়ে ছাত্রকে জখম করেছে। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী শিক্ষকের বিচার দাবি করেছে স্থানীয় অভিভাবকরা।
আহত ছাত্র সিয়াম ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম বেপারীর পুত্র বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্র সিয়াম বেপারী (৮) গতকাল পরীক্ষা দেওয়ার জন্য দুপুর ১২টায় স্কুলে আসেন। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম টিটু সিয়ামকে ডেকে বলে বলেন, প্রচ- গরম তুই একটু বাতাস দে। সিয়াম পরীক্ষা আছে বলে স্যারকে বাতাস না দিয়ে চলে যাওয়ায় টিটু প্রচ- ক্ষিপ্ত হয়ে সিয়ামকে গালিগালাজ করে একপর্যায়ে তাকে ধরে বেদমভাবে পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা খবর পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ভ্যান চালক ছাত্রের বাবা নুরুল ইসলাম, ছেলেকে বেদমভাবে পেটানোর কারন জানতে চাইলে অহংকারী সহকারী শিক্ষক রফিকুল ইসলাম টিটু বলেন, এই মূখ্য তোকে কৈফিয়ত দিতে হবে। বের হয় স্কুল থেকে। তোর কোন বাবা আছে তাকে পাঠিয়ে দে। তখন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজান শরীফকে জানানোর কথা বললে শিক্ষক টিটু বলেন, মিজান আমার কি হেরবে। স্থানীয়রা জানান, সহকারী শিক্ষক টিটু ইতিপূর্বেও কয়েকজন ছাত্রকে তার ব্যাক্তিগত কাজ করার জন্য নির্দেশ দেন না করায় তাদেরও মারধর করা করেছে। স্থানীয়রা সহকারী শিক্ষক টিটুর দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।