গৌরনদী
উজিরপুরে বাবুলাল শীলের ২০তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর শাখার সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড বাবুলাল শীলের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উজিরপুর বাজারস্থ বাবুলাল শীল মিলনায়তনে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য এইচ এম হারুন, উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক সীমা রানী শীল, উপজেলা পার্টির নেতা জাহিদ হোসেন খান ফারুক, বিমল চন্দ্র করাতী, ফরিদ হোসেন শিকদার, বিভূতি বিশ্বাস, ইউনিয়ন নেতা আলমগীর হোসেন মৃধা, সম্রাট মজুমদার, মহসিন মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন শাওন হাসনাত আলোচনা সভা শুরুর পূর্বে প্রয়াত কমরেড বাবুলাল শীলের সৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্প অর্ঘ্য অর্পণ করা। উল্লেখ যে ২০০৪ সালের ১৬ জুলাই উজিরপুর বাজারস্হ নিজ বাসভবনে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।


