গৌরনদী
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী শিক্ষার্থীর বিক্ষোভ, দুই ঘন্টা যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসষ্টান্ডে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। ফলে দুই ঘন্টা দেশের ২২টি জেলার সাথে দক্ষিনাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবরোধের মহাসড়কের দুই পাশে কয়েক শত যানবাহন অটকা পড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় লোকজন, আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ জানান, কোটা বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে উজিরপুর উপজেলার বিএন খান কলেজ, শিকারপুর শের ই বাংলা কলেজ, হাবিবপুর কলেজ, ধামুরা কলেজ ও বাবুগঞ্জ কলেজসহ বিভিন্ন কলেজ হাইস্কুল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসষ্টান্ডে জড়ো হতে থাকে। সকাল ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলে ও কোটা বিরোধী বিভিন্ন ¤েøাগান দেন। এক পর্যায়ে সকাল ১১টার দিকে এতে স্থানীয় উৎসুক জনতা বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভ মিছিলে আগত বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী বলেন, ছাত্র সামাজের ন্যায্য দাবি আদায় করতে এসে বিশ্ব বিদ্যালয়ের আমাদের বড় ভাইদের হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে কোটা বাতিলসহ নিহত ভাইদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ছাত্র সমাজের দাবি যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা দক্ষিনাঞ্চলকে দেশের সঙ্গে বিভিন্ন করে দেওয়া হবে। নিহত ছাত্র ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যে কোন মূল্যে আমরা দাবি আদায় করবো। দুই ঘন্টার অবরোধ চলাকালে প্রচন্ড রোদে অনেকই অসুস্ত্য হয়ে পড়েন। এ সময় এলাকার সাধারন মানুষ শিক্ষাদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে পানি, তরল খাবার সরবারহসহ প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয় প্রশাসনিক কমর্র্তাদের অনুরোধে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। আরিফুল ইসলাম (৩০), আবু সরদার (৫০)সহ একাধিক দুরপাল্লার বাস চালক বলেন, দুই ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কয়েকশত বাস, ট্রাকসহ যানবাহন আটকা পরে। এতে দুরপাল্লার শত শত যাত্রী সাধারনের ভোগান্তি পোহাতে হয়। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো: তৌহীদুজ্জামান বলেন, মহাসড়কে ছাত্র অবরোধের ফলে শত শত যানবাহন আটকা পরে যাত্রী ভোগান্তি পোহাতে হয়। দুই ঘন্টা অবরোধের পরে দুপুর বেলা ১২ টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা শান্তিপূর্ন ভাবে তাদের কর্মসূচী পালন করে মহাসড়ক অবরোধ প্রত্যহার করে স্থান ত্যাগ করেন। দুপুর ১২ টার পর থেকে যানবাহন চলা চল স্বাভাবিক।