গৌরনদী
কোটা আন্দোলনের নামে জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গৌরনদীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গৌরনদীতে উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও গৌরনদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিন ভূইয়ার নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মি মিছিলে অংশ নেন।
গৌরনদী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্টান্ডে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিন ভূইয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারন সম্পাদ আল আমিন হাওলাদার, পৌর কাউন্সিলর পৌর যুবলীগ নেতা মোঃ ইখতিয়ার হোসেন হাওলাদার, পৌর কাউন্সিলর লিটন বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন বাচ্চু, ছাত্ররীগ নেতা ইমরাত খানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। প্রধান অতিথি গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া বলেন, সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। শির্ক্ষাীর দাবির প্রতি সমর্থন জানিয়ে কেউ ঘোলা পানি মাছ শিকার করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।