গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন বাবুলের কাছে সর্বহারা নেতা পরিচয়ে অজ্ঞাতনামা ব্যাক্তি বুধবার দুপুরে মোবাইল ফোনে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। দাবিকৃত চাঁদা না দিলে তার ছেলের হাত কেটে নেয়াসহ তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আকতার হোসেন গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন।
ডায়রিতে চেয়ারম্যান আকতার হোসেন উল্লেখ করেন, বুধবার দুপুর ২টা ৩১ মিনিটের সময় অজ্ঞাতনামা একজন ব্যাক্তি আমার মোবাইল নম্বরে ০১৭৫৭৬০৫২৩৫ নম্বরের মোবাইল ফোন থেকে ফোন দিয়ে নিজেকে সর্বহারা নেতা পরিচয় দিয়ে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমার ছেলে ইব্রাহিম এর হাত কেটে নেয়া হবে আমাকে হত্যা করা হবে। এ সময় আমি তার নাম ঠিকানা জানতে চাইলে সে আমাকে ফোনের মাধ্যামে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখায়। আমি ও আমার সন্তান নিরাপত্ত্বাহীনতার মধ্যে রয়েছি।