Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ঝুঁকিপূর্ণ ভবনে অফিস ও বসবাস করছেন টরকী ক্যাম্পের পুলিশ সদস্যরা

    | ২১:২০, মার্চ ১০ ২০১৬ মিনিট

    1
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের ২২ পুলিশ সদস্য দীর্ঘদিন থেকে অধিক ঝুঁকিপূর্ণ ভবনে অফিস ও বসবাস করছেন। যেকোন সময় ভবন ধ্বসে বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানীর আশংকা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবনের একটি ভীমের ক্ষয়িষ্ণু ধ্বসে পড়েছে।
    সরেজমিনে দেখা গেছে, ভবনটির চারিদিকে দেখা দিয়েছে বিশাল ফাঁটল। পুলিশ সদস্যদের অফিস ও বসবাসের স্থানের ছাঁদের পলেস্তরা খসে পরতে শুরু করেছে। প্রায়ই পলেস্তরা খসে পরে পুলিশ সদস্যরা ছোটখাটো দূর্ঘটনার স্বীকার হচ্ছেন। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় ভবনের একটি ভীমের ক্ষয়িষ্ণু ধ্বসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন। তাৎক্ষনিক তিনি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
    টরকী বন্দরের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া জানান, বন্দরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পাকিস্তান আমলে নির্মিত ভবনে দীর্ঘদিন বার্থী ইউনিয়ন পরিষদ ভবনের কার্যক্রম চলে। তিনিও ওই ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন। পরবর্তীতে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা অন্যত্র চলে গেছেন। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দর টরকীর সহ¯্রাধীক ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তা দিতে প্রায় ২৫বছর পূর্বে টরকী বন্দরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। শুরু থেকে অদ্যবর্ধি পুরনো ও পরিত্যক্ত বার্থী ইউনিয়ন পরিষদ ভবনটি জোড়াতালি দিয়ে ক্যাম্পের পুলিশ সদস্যদের অফিস ও বসবাসের ব্যবস্থা করা হয়। ক্যাম্পের পুলিশ সদস্যরা জানান, ২২জন পুলিশ সদস্যর জন্য এ ক্যাম্পে পর্যাপ্ত পরিমান জায়গা না থাকায় গাদাগাদি করেই ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের নিরাপত্তাহীনতার মাঝে তাদের থাকতে হচ্ছে। এছাড়াও জরাজীর্ণ এ ক্যাম্পে রয়েছে তীব্র পানি সংকট।
    টরকী বন্দর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ আইউব আলী খান জানান, বর্তমানে জনগুরুত্বপূর্ণ এ ক্যাম্পে তিনিসহ দুইজন এএসআই, দুইজন নায়েক ও ১৭জন কনস্টবল রয়েছেন। জরাজীর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ভবনে পুলিশ সদস্যদের অফিস এবং বসবাস করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। যেকোন সময় ভবনটি ধ্বসে পরে বড় ধরনের দূর্ঘটনাসহ প্রাণহানীর আশংকা রয়েছে। এছাড়া প্রায় প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ভবনের ছাঁদ কিংবা দেয়ালের পলেস্তরা খসে পরে পুলিশ সদস্যদের ছোটখাটো দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবনের একটি ভীমের ক্ষয়িষ্ণু ধ্বসে পড়ে। এসময় ডিউটিরত পুলিশ সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

    Post Views: ১,৭৪০

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • বিশিষ্ট সমাজ সেবক বাদল তালুকদার আর নেই
    • চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বীয় শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়া যুবক
    • গৌরনদীতে মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার-২
    • উজিরপুরের শিকারপুর বন্দরে পুলিশ ক্যাম্প বহাল রাখার দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন
    • গৌরনদীতে গাছ চাপায় শিক্ষার্থীর মৃত্যু, শ্রমিক গ্রেপ্তার
    • গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার
    • প্রবীন শিক্ষক কবি অবিচল আব্দুল মান্নান আর নেই, বিভিন্ন মহলের শোক
    Top