গৌরনদী
গৌরনদীতে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক ছাত্র/ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক আলমগীর হোসেন কবিরাজ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসহাক আলী সরদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জালাল উদ্দিন সরদার, শিক্ষক ইউসুফ হোসেন খন্দকার, ১০ শ্রেনির ছাত্রী রিমি খানম, ৯ম শ্রেনীর ছাত্র শুভ মন্ডল।