গৌরনদী
গৌরনদীতে ছাত্রলীগ নেতা দাবিকৃত দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরন ॥ চার ঘন্টা অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের নাট্য সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সদস্য বেলাল রেজভী ও তার দুই সহযোীর বিরুদ্ধে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দেওয়ায় গত সোমবার রাতে ব্যবসায়ীকে অপহরন করে একটি বাড়িতে চার ঘণ্টা আটকে রেখে সাদা ষ্টাম্পে স্বাক্ষর রেখেছে বলে ব্যবসায়ী অভিযোগ করেন। বিষয়টি সম্পর্কে গৌরনদী মডেল থানা পুলিশ নিশ্চিত হলেও কোন মামলা হয়নি বলে পুলিশ জানান ।
স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মো. অঅলমগীর হোসেনের পুত্র মো. তুহিন গত ৬ মাস পূর্বে গৌরনদী টিএ্যা- টি মার্কেট সংলগ্ন মো. আলমগীর উকিলের বাড়ির নিচ তালা ভাড়া নিয়ে হামদার্দ কোম্পানীর সামগ্রী বিক্রির জন্য মেসার্স মদিনা মেডিকেল হল চালু করে ব্যবসা পরিচালনা করে আসছেন। মদিনা মেডিকেল হলের মালিক মো. তুহিন জানান, গত সোমবার সন্ধ্যায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে রোগী দেখানোর কথা বলে ভিতরে প্রবেশ করেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের নাট্য সম্পাদক উত্তর পালরদী গ্রামের মো. কামাল মিয়ার পুত্র বেলাল রিজভী(২২) ও তার সহযোগী একই গ্রামের আব্দুল সরদারের পুত্র সাগর সরদার(৩২) ও আশোকাঠি গ্রামের কালু বেপারীর পুত্র রিপন বেপারী(২৫)। তারা চিকিৎসা সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়ার এক পর্যায়ে মেডিকেল হলের চিকিৎসক তৌহিদুর রহমান((৩৬), ফার্মাসিষ্ট মো. বেলাল হোসেন(২১) ও ষ্টাফ আকলিমা আক্তার(৩৫)কে একটি কক্ষে নিয়ে আটক করে তালাবদ্ধ করে রাখেন এবং তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
মো. তুহিন অভিযোগ করে বলেন, বেলাল রেজভী ও তার সহযোগীরা আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলে তোর দোকানে বিভিন্ন জেহাদী বইপত্র রয়েছে। টাকা না দিলে তোকে ধরিয়ে দেওয়া হবে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে জানান, গৌরনদী পৌর সভার মেয়র মো. হারিছুর রহমান তোকে পার্টি অফিসে নিয়ে যেতে বলেছে। মেয়রের কাছে যেতে আমি রাজি হই। তারা আমাকে একটি মটরসাইকেলে তুলে নিয়ে পৌর মেয়রের কাছে না গিয়ে আমাকে আশোকাঠী এলাকায় একটি বিল্ডিং রাত সাড়ে ৯টা পর্যন্ত আটকে রাখে। দশ লাখ টাকা চাঁদা নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে আমাকে জিম্মি করে আমার কাছ থেকে একশত পঞ্চাস টাকার জুডিশিয়াল ষ্টাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেন। তুহিন আরো অভিযোগ করে বলেন, আমাকে তুলে আনার খবর পেয়ে আমার স্বজনরা আমাকে মুঠোফোনে কল দিলে আমার ফোনে কেড়ে নিয়ে তাদের শিখিয়ে দেওয়া কথা বলতে আমাকে বাধ্য করেন। এক পর্যায়ে পুলিশের টের পেয়ে আমার পকেটে থাকা নগত ২০ হাজার টাকা রেখে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়।
মদিনা মেডিকেল হলের ফার্মাসিষ্ট মো. বেলাল হোসেন বলেন, আমাদেরকে একটি কক্ষে আটকে রেখে তালাবদ্ধ করে পরবর্তিতে সকল কক্ষ তালাবদ্ধ করে দিয়ে হামলাকারীরা চলে যান। এক পর্যায়ে আমরা মুঠোপোনে বিষয়টি স্বজনদের জানাই। মদিনা মেডিকেল হলের মালিকের ছোট বোন শারমিন আক্তার(২০) বলেন, ভাইকে অপহরনের খবর পেয়ে আমরা রাতে পুলিশকে জানাই। পুলিশকে জানানোর বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৯ার দিকে ভাই তুহিনকে মুক্ত করে দেন। অভিযোগ সম্পর্কে জানতে ছাত্রলীগ নেতা বেলাল রেজভীর কাছে অসংখ্যবার ফোন দিলেও তিনি ফোন রিসিপ করেনি। পরবর্তিতে তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে এক ঘটনা পর পুনরায় ফোন দিলে তাও গ্রহন করেননি। এ ছাড়া সাগর সরদার ও রিপন বেপারীর মুঠোফোন বন্ধ গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ব্যবসায়ী তুহিন মৌখিকভাবে আমাকে অবহিত করেছে কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।