গৌরনদী
উজিরপুরে বিএনপি নেতাদের ওপর যুবলীগের হামলা, উল্টো ৪০ নেতাকর্মির বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বাজার সংলগ্ন বালু মাঠ এলাকায় বিএনপির দুই নেতার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে স্থানীয় যুবলীগ নেতা কর্মিরা। এ ঘটনায় শনিবার রাতে আ.লীগ নেতা কবির হোসেন বালী বাদি হয়ে উল্টো বিএনপি ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মির বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন । বিএনপি নেতাদের অভিযোগ পুলিশ বিএনপি নেতাকর্মিদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানী করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলামের বাড়িতে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সভা শেষে নেতা কর্মিরা চলে যান। সকল নেতাকর্মি চলে যাওয়ার পরে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম বালী ও সাধারন সম্পাদক মো. মেজবা উদ্দিন সাতলা বাজারে যাওয়ার জন্য রওয়ানা হয়ে বাজার সংলগ্ন বালু মাঠে পৌছলে সাতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বালীর নেতৃত্বে তার সহযোগী সাতলা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি রুহুল আমিন বালী, যুবলীগের সদস্য রুবেল বালী ও বাপ্পী বালিসহ ১০/১২ জন যুবলীগ নেতাকর্মিরা লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিএনপির দুই নেতাকে জখম করেছে। আহতরা গোপনে বরিশাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
সাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মেজবা উদ্দিন অভিযোগ করে বলেন, সাতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বালীর নেতৃতে শসস্ত্র সন্ত্রাসীরা আমাকে ও সভাপতিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করেছে এবং কুপিয়ে জখম করেছে। সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে ক্ষেন্ত হননি উল্টো ইউনিয়ন আ.লীগের সহ-সম্পাদক মো. কবির হোসেন বাদি হয়ে আমাদের ৪০ নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কুপিয়ে জখম করে আমাদের হাসপাতালে ভর্তি হতে দেয়নি, নেতা কর্মির বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানী করেছে ।
বিএনপির ৪০ নেতাকর্মির বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদি কবির হোসেন উল্লেখ করেন, আসামিরা সাতলা বাজার সংলগ্ন বালু মাঠে সভার আয়োজন করেন। আমি (বাদি) সভাস্থলের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে আমাকে গালাগাল করে। আমি প্রতিবাদ করলে লাঠিসোটা নিয়ে হামলা করে পিটিয়ে আহত করেছে এবং আমার পকেটে থাকা ৪০ হাজার ৫শত টাকা ও গলায় থাকা আধা ভরি স্বর্নের একটি চেইন ছিনিয়ে নেন।
হামলার অভিযোগ অস্বীকার করে সাতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বালী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। এ প্রসঙ্গে বাদি কবির হোসেন বলেন, বিএনপি নেতাদের অভিযোগ সত্য নয়। আমার উপর হামলার ঘটনাই সত্যি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ প্রসঙ্গে বলেন, সাতলায় আ’লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আ’লীগের পক্ষ থেকে অভিযোগ দেওয়ায় তদন্ত সাপেক্ষে মামলা রুজু হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি।