Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় মাদকসেবীরা ভেঙ্গে দিয়েছে স্কুল ছাত্রের হাত ॥ জেএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত ॥ মামলা নেয়নি থানা পুলিশ

    | ২০:৫৪, অক্টোবর ১০ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র মহসিন হাওলাদার নামে জেএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মাদক সেবনে বাধা দেওয়ার অভিযোগে সোমবার মাদক সেবীরা স্কুলে ছাত্রকে বেবদম মারধর করে একটি হাত ভেঙ্গে দিয়েছে। মূমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন কাটাচ্ছে ওই স্কুল ছাত্র। এ ঘটনায় মামলা করতে গেলে মামলা নেননি আগৈলঝাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা। বখাটেরা প্রভাবশালী হওয়ায় তাদের সঙ্গে মিমাংসা হওয়ার জন্য ওসি পরামর্শ দেন।

    আহত স্কুল ছাত্রের বাবা উত্তর শিহিপাশা গ্রামের মোস্তাক হাওলাদার অভিযোগ করেন, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুরপাড় গ্রামের মাদক ব্যবসায়ী প্রভাবশালী আকুব আলী খানের মাদক সেবী পুত্র বখাটে বাচ্চু খান প্রায়ই গৈলা মনসাবাড়ি ব্রিজ সংলগ্ন স্থানে বসে মাদকসেবী বন্ধুদের নিয়ে গাঁজা সেবন করে আসছে। তার ছেলে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এবারে জেএসসি পরীক্ষার্থী মহসিন হাওলাদার স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই তাকে মাদক সেবনের জন্য ডাকাডাকি করে। সে (মহসিন) বখাটের ডাকে সারা না দিয়ে স্কুলে আসা যাওয়া করে। এতে বখাটে বাচ্চু ক্ষিপ্ত হন। গত সোমবার ইংরেজী পরীক্ষা দিয়ে মহসিন বাড়ি ফেরার পথে বখাটে বাচ্চু তাকে জোরপূর্বক ধরে নিয়ে গাঁজা সেবনের জন্য বলে এতে মহসিন রাজি না হয়ে প্রতিবাদ করলে বখাটে বাচ্চু ও তার সহযোগীরা তাকে ধরে বেদমভাবে মারধর করে। মূমূর্ষ অবস্থার এক পর্যায়ে বখাটেরা তার বাম হাতটি ভেঙ্গে দেয়। মহসীনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা সটকে পরে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করে। বখাটের সঙ্গে যোগাযোগ করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    আহত স্কুল ছাত্রের বাবা মোস্তাক হাওলাদার অভিযোগ করে বলেন, এত বড় ঘটনা, আমার মেধাবাী সন্তানের পরীক্ষা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। আমি মামলা দিতে গেলে ওসি মামলা না নিয়ে উল্টো আমাকে মিমাংসা হতে পরামর্শ নেন। আমাকে ওসি মিমাংসা হতে বাধ্য করতে ভয়ভীতি দেখান। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, অভিযোগ সত্য নয়, আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। আমি এলাকায় ছিলাম না।

     

    Post Views: ৫৮১

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়
    • মিজানুর রহমান খান স্মরনে বরিশালের ৫ উপজেলার সাংবাদিকদের স্মরন সভা ও দোয়া মোনাজাত
    • গৌরনদীতে ঝুলন্ত লাশ উদ্ধার
    • বরিশালে তিন দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান
    • গৌরনদীতে প্রধান মন্ত্রীর নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    • গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আর নেই
    • উজিরপুর মডেল থানায় সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৪
    Top