গৌরনদী
আগৈলঝাড়ায় মা-মেয়েসহ ৬ জনের আত্মহত্যার চেষ্টা, এক জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে গত রবিবার ও সোমবার বিষপান ও গলায় ফাঁস দিয়ে মা ও মেয়েসহ ৬ জনে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় এক যুবতির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে অগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের ফারুক ঘরামীর কন্যা রিমা আক্তার (১৭) অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আগৈলঝাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
অপরদিকে রোববার দুপুরে উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামের রিপন মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৪০)র সঙ্গে তার কন্যা ও বাহাদুরপুর নিশিকান্ত গাইন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বিথী মন্ডলের (১৫)র ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে মা ও কিছুক্ষন পরে মেয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন ও স্বজনরা মা মেয়েকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী পীরেরপাড় গ্রামের সহদেব বৈরাগীর স্ত্রী ববিতা বৈরাগী (৩২) স্বামীর উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একইদিন উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের অধীর ভদ্রের স্ত্রী নিপা ভদ্র (২৩) ও গৈলা গ্রামের মিলন শিকদারের স্ত্রী নয়ন আক্তার (২০) পারিবারিক কলহের কারনে কীটনাশক পান আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো.বক্তিয়ার আল মামুন বলেন, কীটনাশক পানকারীদের ওয়াশ করা হয়েছে। তারা সকলেই শঙ্কামুক্ত।