গৌরনদী
গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রানী দাস এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচনে গঠিত পাঁচ সদস্যের সিলেকশন কমিটি তাদের চুড়ান্ত মনোনয়নের ভিত্তিতে বুধবার দুপুরে ইতিরানী দাসকে ২০১৭ সালের জন্য গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত করেন।
গৌরনদী উপজেলা পরিষদের উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শরীফ আহম্মেদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ওই সিলেকশন কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বিপ¬ব চন্দ্র বড়াল, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ডলি হালদার। কমিটির দেয়া চুড়ান্ত মনোনয়নের ভিত্তিতে ইতিরানী দাসকে ২০১৭ সালের জন্য গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত করা হয়।