গৌরনদী
জমি লিখে নিয়ে বৃদ্ধা মাকে তাড়িয়ে দিয়েছে পুত্র ॥
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে মায়ের নামের জমি জোর করে লিখে নিয়ে এক নিষ্ঠুর পুত্র মা রেনুয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিরুপায় হয়ে ওই বৃদ্ধা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়ীতে। এ ঘটনায় মা গতকাল গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে রনুয়া বেগমের স্বামী সেকান্দার সরদার ১০ বছর আগে মারা যান। এর পর তিনি পুত্র নুরুজ্জামানের সঙ্গে স্বামী গৃহে বসবাস করছিলেন। রেনুয়া বেগম অভিযোগ করেন, তার পুত্র নুরুজ্জামান সরদার (৪৫) কয়েক বছর আগে কৌশলে আমার দেড় বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নেয়। একই সাথে হাতিয়ে নেয় আমার গচ্ছিত ৩০ হাজার টাকা। এর পর থেকে নুরুজ্জামান ও তার স্ত্রী আমার সঙ্গে খারাপ আচরন শুরু করেন। এক পর্যায়ে বিৃিভন্ন অজুহাতে আমাকে মারধর করেন। পরবর্তিতে তিনি স্থানীয় নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার কাছে বিচার দিলে সে আরো ক্ষিপ্ত হয়। রেনুয়া বেগম বলেন, মুই চেয়ারম্যানের ধারে বিচার দিছি দেইখ্যা হেই অপরাধে মোরে বাড়ী থেকে গত শনিবার বাইর কইররা দিছে । বর্তমানে রেনুয়া তার দুর সম্পর্কের চাচা উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের সেরজান হাওলাদারের বাড়িতে মানবেতর জবিন যাপন করছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, মায় নিজেই চলে গেছে তাকে বের করে দেওয়া হয়নি।
ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, গত ৩১ জুলাই অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট ইউপি সদস্যর মাধ্যমে তাকে নোটিশ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বৃদ্ধা রেনুয়া বেগম পুত্র নুরুজ্জামান সরদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন, এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।