গৌরনদী
গৌরনদীতে নির্যাতিত বিএনপির নেতা-কর্মীদের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমেরিকার বোষ্টন শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর সৈয়দ বদরে আলম বদরুলের অর্থায়নে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ’র নির্যাতিত নেতা-কর্মীদের মাঝে শনিবার সকালে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলার টরকী বন্দরস্থ বার্থী ভবনে এক আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সরোয়ার আলম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আফজাল হোসেন সিকদার, সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপর যুগ্ম আহবায়ক মাস্টার গোলাম হোসেন, গাজী আবু বক্কর, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর মৃধা, বরিশাল সদর উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাছলিমা পারভীন, সরিকল সসাধারন সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবদল নেতা সরদার গফুর, মাসুদ হাওলাদার প্রমুখ। শেষে দুই উপজেলার নির্যাতিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ জন নেতা কর্মীকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হয়।