গৌরনদী
গৌরনদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিল্লাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গৌরনদী পৌরসভার বালুমাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী সভা গৌরনদী উপজেলা নিবার্হী অফিসার(ভারপ্রাপ্ত)মো: শরিফ আহাম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ও খেলার সদস্য সচিব মো: ফয়সল জামিল, গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: গিয়াস উদ্দিন মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: খায়রুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ইন্সট্রাকটর বিপ্লব চন্দ্র বরাল, সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান, এসএম বজলুল করিম, আবুল কালাম, নাদিরা আফরিন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কুতুব উদ্দিন, সহসভাপতি সেলম আহম্মেদ, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দরা রানী পাল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক সুদাম পাল, সহ-সম্পাদক আবুল খায়ের, সদস্য সুব্রত কুমার পাল। শেষে বঙ্গমাতা বেগম ফজিলতুনেচ্ছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ বালিকা পূর্ব কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলে হারিয়ে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যম্পিয়ন হয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ (বিজয়ী দল বালক) কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলে হারিয়ে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যম্পিয়ন হয়। শেষে বিজয়ীদে হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেওয়া হয়।