গৌরনদী
কালকিনিতে গাছের সঙ্গে বেঁধে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায় যায় দিন কালকিনি প্রতিনিধি মো. সহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সাময়িকি সংবাদ সপ্তাহর উদ্যোগে সোমবার বিকেলে ঢাকা -বরিশাল মহাসড়কে গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সপ্তাহর সম্পাদক কাজী আল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার, সাধারন সম্পাদক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মিজান সরদার, প্রেসক্লাব সহ-সভাাপতি বিশ্বজিৎ সরকার বিপ্লব, সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, সাবেক প্রচার সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি পলাশ তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীরসহ গৌরনদীতে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক শহিদুলের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি ও হামলাকারীদের দৃষ্ঠান্ত মূলক শান্তির দাবি জানান।