গৌরনদী
গৌরনদীর শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতন, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের মাহিলা বিষয়ক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি কবি ফাতেমা জান্নাত চাদনী, সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, গোলাম মোস্তফা, শংকর চন্দ্র দত্ত, পশ্চি শাওড়া মাদ্রসার সহকারী শিক্ষক আবদুল আউয়াল, আনিসুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক বজলুল হক দিপু । উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুল মোল্লা, নাসিমা আকতার, খালেক মাষ্টার, ঝড়রা বেগম, আলম সরদার ও শাহ অঅলম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম। । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী সরদার। শেষে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শ্রেনী মেধা পুরস্কার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।