Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী উপজেলা বিএনপির বিরোধ নিরসন ॥ কুদ্দুস- ইঞ্জিনিয়ার ঐক্যবদ্ধ হতে ঢাকায় বৈঠক

    | ১৬:০১, ফেব্রুয়ারি ১৫ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির আভ্যন্তরীন বিরোধ নিরসন ও দলকে ঐক্যবদ্ধ করতে গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী মঞ্জুর হোসেন মিলনের উদ্যোগে গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন হোটেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় নেতা সকল বিরোধ ও মতভেদ তুলে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষনা দেন। একই কণ্ঠে সুর মিলিয়ে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম বলেন, গৌরনদী বিএনপির মধ্যে দল-উপদল ও কোন্দল নেই।

    দলীয় একাধিক সূত্র জানায়, বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির নেতা কর্মি ও সমর্থকরা দুই-ধারায় বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে। গত দেড় বছর  ধরে গৌরনদী উপজেলা বিএনপি ও ৭টি ইউনিয়নে দুটি করে কমিটি বহাল রয়েছেন। দুটি কমিটির নেতারাই পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। দুই গ্রুপের মধ্যে অসংখ্যবার সংঘাত দ্বন্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় একাধিক নেতা কর্মি জানান, আসন্ন উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে তফসিল ঘোষনার বিএনপি দলীয়ভাবে উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেন। পরবর্তি মঞ্জুর হোসেনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কুদ্দুর রহমানের প্রতিদন্ধী কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান গ্রুপের বিরোধ মিটিয়ে এক করার উদ্যোগ নেন। গতকাল বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন হোটেলে ঐক্যবদ্ধ বৈঠকে আকন কুদ্দুসুর রহমান ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দেীয় সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম, জাতীয়তাবাদি বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ হাফিজুর রহমানসহ ঢাকায় অবস্থানরত বিএনপি ও অঙ্গদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্য বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, দীর্ঘ ৬ ঘন্টা বৈঠকে বিগত দিনের নিজেদের মধ্যে বিরোধের কারন সনাক্ত করে তা পর্যালোচনা করা হয়। অতীতের সকল মতভেদ গ্রুপিং ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। ৬ঘণ্টা বৈঠক শেষে বিকেল ৩টায় কেন্দ্রীয় নেতারা ঐক্যবদ্ধ হওয়ার ঘোষনা দিয়ে বলেন, আজকে থেকে গৌরনদী বিএনপিতে কোন বিরোধ বা গ্রুপ নেই। আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে  ঐক্যবদ্ধভাবে কাজ করা সিদ্বান্ত হয়।  বৈঠকের কথা স্বীকার করে একই কণ্ঠে সুর মিলিয়ে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম বলেন, গৌরনদী বিএনপির মধ্যে দল-উপদল ও কোন্দল নেই, গতকাল বুধবার থেকে বিএনপির নতুন ও ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে। আসন্ন উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরন ও শ্বৈরাচার হঠাতে যে কোন আন্দোলন সংগ্রামে এ ঐক্য অটুট থাকবে। গৌরনদী উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনে বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হবে না। চেয়ারম্যানপ্রার্থী মঞ্জুর হোসেন মিলনকে বিজয়ী করতে কাজ এক সঙ্গে কাজ করবেন। বিএনিপর ঐক্যবব্ধ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তৃনমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের এক ধরনের উচ্ছাস সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা এই দিনটির অপেক্ষোয় ছিলাম, আমাদের হতাশা কেটে গেছে নতুন মনোবল নিয়ে দলের জন্য কাজ করবো।
    গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান গত বছর ১৯ ফেব্রয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শুন্য ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি  ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    Post Views: ৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপি’র কার্যালয় উদ্বোধন
    • আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ- এম, জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এম জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই-জহির উদ্দি স্বপন
    • ‎গৌরনদী টুয়েন্টিফোর ডটকম`র ১৩ বছর পূর্তি  উপলক্ষে  র‌্যালী- কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহীর উদ্দিন স্বপন
    • মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার
    Top