গৌরনদী
মাহিলাড়া ইউনিয়নে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে শিক্ষকদের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃগৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নৌকা মার্কার সমর্থনে শনিবার বিকেলে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক।
নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ব্যতিক্রমী এ গণসংযোগে অন্যান্যদের মধ্যে মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ, প্রভাষক হুমায়ুন কবির, মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, সাবেক প্রধান শিক্ষক ইসহাক আলী সরদার, জঙ্গলপট্টি মাদ্রাসার শিক্ষক আব্দুস সোবাহান, প্রধানশিক্ষক একেএম মিজানুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলু সহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ জানান, যেহেতু শিক্ষকরা নির্বাচনের সময় দুর দুরান্তে বিভিন্ন দায়িত্বে থাকেন, তাই তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননা। তাই পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে শিক্ষক সমাজ ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বদ্ধপরিকর। মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসহাক আলী সরদার জানান, বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সৈকত গুহ পিকলু মাহিলাড়ায় শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের অবদান রেখেছেন। সেজন্য শিক্ষক সমাজ তার নির্বাচনী গণসংযোগে নেমে তার অবদানের কিছুটা ঋণশোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ শেষে মাহিলাড়া বাজারের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।