গৌরনদী
ছাত্রলীগ নেতা বুলেটের ১৫তম মৃত্যু বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলেটের ১৫তম মৃত্যু বার্ষিকী শনিবার। এ উপলক্ষে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ এবং ছাত্র সংসদের উদ্যোগে কোরআন তেলাওয়াত, ছাত্রলীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন, সকাল নয়টায় মরহুমের কবরে পূস্পমাল্য অর্পন ও কবর জিয়ারত, সকাল ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ২০০১ সালে বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকার গঠনের পর ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের হামলা ও নির্যাতনে শফিকুল ইসলাম বুলেট নিহত হন।