গৌরনদী
গৌরনদীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামে পাওনা টাকা পরিশোধের জন্য চাঁপ প্রয়োগ করায় পাওনাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় রবিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয় (ওই গ্রামের) ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোকলেসুর রহমানের পুত্র ঢাকার এ্যাম্বুলেন্স চালক মোঃ হানিফ (৩৫) অভিযোগ করেন, পাশ্ববর্তী শংকরপাশা গ্রামের ইয়াকুব আলী খলিফার পুত্র মনির হোসেন ওরফে বুলেট মনির সম্পত্তি বিক্রির জন্য গত দুইবছর পূর্বে তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করে। দীর্ঘদিনেও জমির দলিল না দিয়ে সে (মনির) নানা তালবাহানা করে আসছিলো। হানিফ আরও অভিযোগ করেন, ছুটিতে বাড়িতে এসে তিনি শুক্রবার সকালে টাকার জন্য মনিরকে চাঁপ প্রয়োগ করেন। এনিয়ে মনিরের সাথে তার (হানিফ) তুমুল বাগ্বিতন্ডা হয়। এরজেরধরে ওইদিন সকালেই মনির ও তার সহযোগী ৪/৫জন সন্ত্রাসীরা অর্তকিতভাবে হানিফের ওপর হামলা চালিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা মুর্মূর্ষ অবস্থায় হানিফকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার সকালে হানিফ বাদি হয়ে সন্ত্রাসী মনির হোসেন ওরফে বুলেট মনিরকে প্রধান করে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন