গৌরনদী
গৌরনদীতে মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকসেবী আবু বক্কর খানকে (২৭) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । সাজাপ্রাপ্ত আবু বক্কর খানের বাড়ি পৌর সভার বড়কসবা মহল্লায়। সে ওই মহল্লার নুর মোহাম্মদ খানের পুত্র।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়কসবা এলাকায় মাদক সেবন করে মাতলামী করছিল আবু বক্কর খান। এ সময় গৌরনদী থানা পুলিশ তাকে আটক করে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতে নিয়ে যায়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের কাছে আবু বক্কর দোষ স্বীকার করায় বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পুলিশ বিকেলে তাকে বরিশাল জেল হাজতে প্রেরন করে।