গৌরনদী
আহত যুবলীগ নেতার পাশে সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিবার সন্ধ্যা ৭টায় সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র কনিষ্ট পুত্র ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র ছোট ভাই উপজেলা যুবলীগ নেতা সলিল গুহ পিন্টুকে দেখতে তার নিজ বাড়ীতে ছুটে যান। এসময় তিনি পিন্টু ও তার পরিবারের প্রতি সহানুভুতি দেখিয়ে হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের ধরে বিচারের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, রত্মপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, গৌরনদী পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, মাহিলাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, পৌর কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, সরকারি গৌরনদী কলেজের ভিপি সুমন মাহামুদ, জিএস জাহিদুল ইসলামসহ গৌরনদী আগৈলঝাড়া উপজেলার শতাধিক নেতাকর্মী। সূত্রমতে গত ২৭ অক্টোবর গভীর রাতে নিজ বসতঘরের পাশে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।