গৌরনদী
আগৈলঝাড়ায় সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫নং রতœপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত-১নং ওয়ার্ডের সাবেক সদস্যা অর্পনা রায় (২৮) দুই বছরের কন্যাসহ রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় নিঁখোজ ইউপি সদস্যার স্বামী একটি সাধারণ ডায়েরী করেছে।
আগৈলঝাড়া থানার সাধারন ডায়েরীতে বলা হয়, গত ২০ অক্টোবর আগৈলঝাড়া উপজেলার ৫নং রতœপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামের তপন রায়ের স্ত্রী ও ৫নং রতœপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত-১নং ওয়ার্ডের সাবেক সদস্যা অর্পনা রায় (২৮) তার দুই বছরের শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি চাপাচুপা গ্রাম থেকে একই ইউনিয়নের বারপাইকা গ্রামে বাবা উপেন দাসের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিঁখোজ অর্পনার স্বামী তপন রায় জানান, তিনি ঢাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। স্ত্রী শিশু কন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন। নিঁখোজ হওয়ার পরে বিভিন্ন স্থানে ও স্বজনদের বাড়িতে কোথাও খুঁজে না পাওয়ায় বুধবার রাতে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই)মো. মোশারফ হোসেন সাধারন ডায়রী নথিভূক্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।