গৌরনদী
গৌরনদী মা মনি জুয়েলার্সে দূধর্ষ চুরি, ৬০ লাখ টাকার সোনা-রুপা চুরি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার গৌরনদী সুপার মার্কেটের মা মনি জুয়েলার্সে গত শনিবার দিবাগত রাতে দূধর্ষ চুরি সংগঠিত হয়। চোরেরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পাকা ভবনের ওয়াল কেটে ৬০ লাখ টাকার সোনা-রুপা ও নগত টাকা নিয়ে যায়।
পুলিশ জানান, গত শনিবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার গৌরনদী সুপার মার্কেটের মা মনি জুয়েলার্সে তিনতলা পাকা ভবনের নিচতলার উত্তর পাশে ওয়াল কাটার অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ওয়াল কেটে চুরি সংগঠিত করেছে। জুয়েলার্সের মালিক মোঃ মোকলেচুর রহমান জানান, অজ্ঞাতনামা চোরেরা জুয়েলার্সের ভোল্ট ভেঙ্গে ১শত ভরি স্বর্ন, ৫শত ভরি রৌপ্য ও নগত ৫১ হাজার ৫শত টাকা লুট করে নিয়ে গেছে । যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। চোরেরা জুয়েলাসের উত্তর পাশের গামেন্টের্সের তালা খুলে জুয়েলার্সের ওয়াল কেটে ভিতরে প্রবেশ করে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, চোরদের ফেলে যাওয়া ওয়াল কাটার যন্ত্রপাতি উদ্ধারসহ জুয়েলাসের কর্মচারী রাখাল মজুমদার স¤্রাটকে আটক করা হয়েছে।