গৌরনদী
আন্তর্জাতিক প্রবীন দিবস ২০১৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তর্জাতিক প্রবীন দিবস ২০১৬ উপলক্ষে কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে উপজেলার মাহিলাড়া হাতিবাড়ি মন্দিরের চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধিতা, প্রবীন ব্যক্তি এবং মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে ও কার্যক্রমকে গতিশীল করতে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস পরিচালিত মাহিলাড়া প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি কালিয়া দমন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লরেন্স লেকাভালী গোমেজ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস, নিকোলাস বাড়ৈ, ভীমের পাড় হিতৈষী ক্লাবের সভাপতি বিরেন্দ্র নাথ ম-ল, হাপানিয়া সভাপতি মো. সাহেব আলী, জঙ্গলপট্রি সভাপতি গৌড়াঙ্গ লাল ম-ল, সাধারন সম্পাদক বলরাম সমাদ্দার, বেজহার সভাপতি সুরেন্দ্র নাথ ম-ল, সাধারন সম্পাদক নেপাল ম-ল, সাংবাদিক আমিন মোল্লা, শামীম মীর। বক্তব্য রাখেন কারিতাসের মাঠ সংগঠক য়িুস অলড্রিন গনসলভেস, এনিমেটর সুনিল মল্লিক, রনজিত বেপারী।