গৌরনদী
নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার দাবীতে উজিরপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার দাবীতে বরিশালের উজিরপুর উপজেলা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে রবিবার মানববন্ধন ও সমাবেশের অয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উজিরপুর জল্লা আইডিয়াল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচীতে নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, জল্লা আইডিয়াল কলেজের প্রভাষক পরেশ চন্দ্র হালদার, নার্গিস আক্তার, মৃনাল কান্তি মন্ডল, শিক্ষক মিঠুন কুমার বিশ্বাস, চম্পা রানী দাস, মোঃ এমদাদ উল্লাহ, শ্যামল কুমার রায়, কাজী শাখাওয়াত হোসেন, নিখিল চন্দ্র বিশ্বাস, অসিত বরন চৌধূরী, সঞ্জয় মজুমদার, স্বপন কুমার সমদ্দার, মোঃ রিয়াজ খান। বক্তারা অনতিবিলম্বে নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করনের দাবি জানান।