গৌরনদী
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর Ñ ধামসার সড়কের মুলপাইন এলাকায় গতকাল সোমবার সকালে অটোবাইকের চাপায় বাবু বেপারী (৩০) নামের এক দিনমজুরের ঘটনাস্থলেই মারা যান। উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, ধামসর গ্রামের মৃত ফিলিপ বেপারীর পুত্র দিন মজুর বাবু বেপারী (৩০) সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক পারাপারের সময় নতুন শিকারপুরগামী একটি অটোবাইক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। জীবিত ভেবে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অটো চালক পলাতক রয়েছে।