গৌরনদী
গৌরনদীতে আড়াই মাস ধরে কিশোরী নিঁখোজ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লার কন্যা ও বরিশাল রুপাতলী মাদ্রাসার ছাত্রী হালিমা (১৪) গত আড়াই মাস ধরে নিখোজ হয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা(৭০) জানান, রমজানের ঈদের ছুটিতে তার কন্যা হালিমা বাড়িতে আসেন। ঈদের দুই দিন পূর্বে হালিমা বাড়ি থেকে নিঁখোজ হন। আশ পাশসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। গত আড়াই মাস ধরে হালিমা নিঁখোজ থাকায় পরিবারের সদস্য ও স্বজনরা হতাশায় ভূগছেন। স্বজনদের দাবি পূর্ব শত্রতার জের ধরে হালিমাকে অপহরন করা হয়ে থাকতে পারে। বিষয়টি গৌরনদী মডেল থানায় জিডি করা হয়েছে।