গৌরনদী
গৌরনদীর ৭টি ইউনিয়নে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ছাত্রলীগের কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করে জঙ্গিবিরোধী কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে মাহিলাড়া ইউনিয়ন থেকে এ কার্যক্রম উদ্ধোধন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, ও সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টি করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জঙ্গি নির্মূলের জন্য ৭টি ইউনিয়ন ৭দিন কর্মসূচী ঘোষনা করা হয়েছে। একেকটি ইউনিয়নের কর্মসূচী বাস্তবায়নে একেক নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৪ আগষ্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত এ কর্মসূচী চলবে।
প্রথম দিনে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বৃহস্পতিবার বিকালে মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলামিন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, মাহিলাড়া ই্উপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাতুল শরীফ, যুগ্ম-সাধারন সম্পাদক রাসেল হাওলাদার প্রমূখ।