গৌরনদী
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ॥ সরিকল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে গৌরনদীর সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কে মাববন্ধন কর্মসূচী পালন ও সমাবেশের আয়োজন করা হয়।
গৌরনদীর সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিমের সভাপতিত্বে মানববনন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে সমাবেশে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মনিরুল ইসলাম, সহকারী কমান্ডার লাল চান ফকির, সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মৃধা, উপজেলা সহকারী কমান্ডার মোঃ জাফর আলী খান, সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইউনিয়ন ডেপুটি কমা-ার নূর মোহাম্মদ হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লা, সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর মোঃ ফারুক সরদার, মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন টুলু, আলী আহম্মদ । বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আঃ কাদের, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ ইলিয়াস মিয়া, ফরিদ উদ্দিন খান, বাদল চক্রবর্তি প্রমূখ।