গৌরনদী
গৌরনদী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত গৌরনদী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল অবেদীন হাওলাদার, সহকারী কমিশনার (র্ভূমি) মোঃ আনিচুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা-ার মোঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য কালীয়া দমন গুহ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ইউ,পি চেয়ারম্যান, মোঃ শাহজাহান প্যাদা, কৃঞ্চ কান্ত দে, গোলাম হাফিজ মৃধা, আব্দুর রব হাওলঅদার, মোঃ ফারুক হোসেন মোল্লা, মাহিলাড়া কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা মাসুদ, ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ ।