বরিশাল
উজিরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মুজিববর্ষ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের স্থানীয় যুব সমাজের উদ্যোগে তেরদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বরিশাল জেলা পরিষদ সদস্য মোঃ আওড়ঙ্গ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম, মিন্টু সরদার, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, তেরদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, সমাজ সেবক মাওলাদ হোসেন। সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধা হাতে সম্মাননা ক্রেষ্ট ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার।