বরিশাল
আগৈলঝাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পলিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, সহকারী প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, গৈলা ইউনিয়ন বিএনপির আহবায়ক এনায়েত উদ্দিন খান মনু, সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।