Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

    | ১৬:৪৬, জুন ২৩ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেনীর শিক্ষার্থীর জন্য সাতশ’ নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রী প্রতি প্রায় নয়শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অতিরিক্ত ফি আদায়ে সরকারী স্কুলের ন্যায় পিছিয়ে নেই এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোও। এতে দরিদ্র ছাত্র-ছাত্রীর অভিভাবকরা পরেছেন চরম বিপাকে।
    ছাত্র-ছাত্রীদের একাধিক অভিভাবকরা অভিযোগ করে বলেন, সরকারী স্কুল হওয়া সত্বেও অযৌক্তিক ভাবে পরীক্ষার ফি আদায় করছেন স্কুল কর্তৃপক্ষ। যেখানে বেসরকারী স্কুলে ৫শ’ টাকা পরীক্ষার, সেখানে সরকারী স্কুলে ৬শ’ টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। আমরা এর থেকে প্রতিকার চাই।
    মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর একাধিক অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রথম সাময়িক পরীক্ষার সময় পরিক্ষার্থী প্রতি ১৩শ’ টাকা করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এখন আবার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ১৪শ’ টাকা নির্ধারণ করে দিয়েছে।
    এবিষয়ে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ হোসেন বলেন, অর্ধবার্ষিক পরিক্ষার জন্য শিক্ষার্থী প্রতি পরীক্ষার ফি, স্কুল উন্নয়ন, বিদ্যুত ফি, মুদ্রন খরচ, দুই মাসের বেতন বাবদ এই টাকাটা নির্ধারণ করা হয়েছে। আর প্রথম সাময়িক পরিক্ষার সময় সেশন চার্জ, পরীক্ষার ফি ও বেতন হিসেবে টাকা নির্ধারণ করা হয়েছিলো। এক্ষেত্রে নিয়মের বাইরে অর্থ আদায় করা হয়নি।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, পরীক্ষার ফি স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, মঙ্গলবার (২৪ জুন) থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে।

    Post Views: ১১৩

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
    • অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
    • গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
    • গৌরনদীতে বাল্য বিয়ে পন্ড, বর-কনের   ৮০হাজার টাকা জড়িমানা
    • গৌরনদীতে দুই বসতঘরে আগুন দিলো মাদক সেবী
    • সুস্থ্য জীবনে ফিরতে চায় মুরাদ
    • গৌরনদীতে দুই আওয়ামী লীগ নেতাসহ  গ্রেপ্তার-৭
    Top