বরিশাল
গৌরনদীতে দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অনিম সরদার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনিম গৌরনদী উপজেলার সাউদের খালপাড় এলাকার স্বপন সরদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, রোববার রাত সাড়ে এগারটার দিকে মহাসড়কের সাউদের খালপাড় নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয় চালক অনিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইদিন ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।