প্রধান সংবাদ
আগৈলঝাড়ায় অনাথ শিশুদের মাঝে পুলিশ সুপারের শীতের কাপড় বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম অনাথ শিশুদের মাঝে বুধবার শীতের জামা কাপড় ও বিভিন্ন ফল ও সুস্বাদু খাবার বিতরন করেন।
বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের (গৈলা) তত্ত¡াবধায়ক আবুল কালাম জানান, বরিশাল বিভাগীয় অনাথ শিশুদের আশ্রয়স্থল গৈলার বেবীহোমের শিমুদের মাঝে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শীতের জামাকাপর, বিভিন্ন ফল ও সুস্বাদু খাবার নিয়ে এসে নিজ হাতে পরিবেশন করেন। এ সময় অন্যন্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নাইমুর রহমান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রব হাওলাদার, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীরপ্রতিক), আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, গৌরনদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, আগৈলঝাড়ার ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন প্রমুখ। শীতের জামা কাপড় পেয়ে অনাথ শিশুরা খুশিতে মেতে উঠেন।