গৌরনদী
যমুনা গ্রুপের চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে শনিবার সকালে কারিতাস মিলনায়তনে স্মরন সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিএম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ¦ মো. আলাউদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাই টিভির প্রতিনিধি, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্বজন সমাবেশ গেীরনদী উপজেলা শাখার উপদেষ্টা ও যুগান্তরের গৌরনদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, কাল্ব এর সাবেক পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মাসুম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএম এফএস) এর উপজেলা সাধারন সম্পাদক হাসান মাহমুদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় পাল, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান । শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারী কলেজ জামে মসজিদের মাওলানা মো.মহিউদ্দিন খান।