বরিশাল
গৌরনদীতে ফ্রি স্বাস্থ্য সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে সোনালী ডে বার্ষিক সার্ভিস উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী কমিউনিটি মাঠে মঙ্গলবার এসিআই মটরর্সে উদ্যোগে সোনালি ডে ২০১৯র বার্ষিক ফ্রি সার্ভিস ও মতবিনিময় শেষে ফ্রি স্বাস্থ্য সেবা ট্রাক্টর সার্ভিস ট্রাক্টর পার্টসের সার্ভিসিং করা হয় । দিনব্যাপি কর্মশালায় ছিল ট্রাক্টের ফ্রি সার্ভিসিং, নতুন ট্রাক্টর ও কোটন বিক্রি। মালিক ও ড্রাইভারের ফ্রি স্বাস্থ্য সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজনাল সেলসম্যান ম্যানেজার অরুন কান্তি বিশ্বাস, ডিলার মিজানুর রহমান, ইয়ামাহা ডিলার আব্দুস সালাম, টেরিটরি ম্যানেজার পীযূষ কুমার, সার্ভিসিং ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ রিকোভারি এরিয়া হেড জিলকান্দার রহমান, মার্কেটিং অফিসার এয়ার ও টি এস বৃন্দ। আলোচনা শেষে গেম-শো ও পুরস্কার বিতরণ করা হয়।