Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় বিএডিসি’র খাল খননে হরিলুট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা

    | ২২:১৩, এপ্রিল ২৫ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় এসওর সহযোগিতায় বিএডিসি’র ১৭ লাখ টাকার খাল খননে চলছে হরিলুট। সিডিউল অনুযায়ি কাজ না হওয়ায় সাব কণ্টাক্টের মাধ্যমে বাস্তবায়নের খনন কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকেরা।
    সরেজমিনে, সংশ্লিষ্ঠ সূত্র ও বিক্ষুব্ধ কৃষকেরা অভিযোগে জানান, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভলপমেন্ট সেন্টার (বিএডিসি)র মাধ্যমে সরকার কৃষকদের সেচ সুবিধার জন্য সেরাল থেকে ছয়গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়ন করছে।
    সূত্র মতে, বিএডিসি’র প্যাকেজ-১এর আওতায় ময়মনসিংহ’র মেসার্স আরএম এন্টারপ্রাইজের প্রোপাইটর গ্রাম্য পল্লী ও খুলনার শিরোমনি এলাকার রাতুল এন্টার প্রাইজের মাধ্যমে সাড়ে আট লাখ টাকা বরাদ্দে ১কিলোমিটার করে মোট ১৭লাখ টাকা বরাদ্দে দুই ঠিকাদারের মাধ্যমে দুই কিলোমিটার খাল খননের কার্যাদেশ দেয়া হয়। এক সপ্তাহ আগে বিএডিসি’র এসও মজিবর রহমানের মাধ্যমে এস্কেভেটার দিয়ে পানির মধ্যে খনন কর্মসূচী শুরু করা হয়। শুরুতেই স্থানীয়দের চোখে খননে অনিয়ম ধরা পরলে এর প্রতিবাদ করেন কৃষকেরা। এরই মধ্যে অব্যবস্থাপনায় প্রায় এক কিলোমিটার খনন কাজ শেষ হয়েছে।
    সূত্রে জানা গেছে, সিডিউল অনুযায়ি খালের তলায় ১০মিটার প্রস্থ ও ৩মিটার গভীর হিসেবে ৩২ফুট ১০ ইঞ্চি চওড়া ও বর্তমান অবস্থার চেয়ে ১০ফুট পর্যন্ত গভীর করার কথা থাকলে এসও মজিবর রহমানের নির্দেশে শ্রমিকেরা খালের দু’পাশের জঙ্গল পরিস্কার করে তলদেশে পলি অপসারণ করে আসছিল। সোবার দুপুরে সিডিউল অনুযায়ি কাজ করায় স্থানীয় বিক্ষুব্ধ কৃষকেরা খাল খননের কাজ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে শুরু থেকে কাজের সাইটে ঠিকাদারা না এলেও ঠিকাদারদের হয়ে কাজ বাস্তবায়ন করছেন এসও মজিবর রহমান।
    এব্যাপারে এসও মজিবর রহমান নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে মোবাইল ফোনে জানান, ওই কাজটা সাব কণ্টাক্টে বাস্তবায়ন করছে গৌরনদীর জনৈক শওকত। তিন আরও বলেন, সিডিউল অনুযায়ি কাজ না হওয়ায় তিনি নিজে দু’বার কাজ বন্ধ করেছিলেন। এরপরেও ঠিকাদার নিয়ম অনুযায়ি কাজ না করলে গ্রাবাসীকে কাজ বন্ধ করে দেয়া আহ্বান জানিয়েছিলেন। সেই কারনেই বর্তমানে কাজ বন্ধ রয়েছে। দু’এক দিনের মধ্যে তিনি সাইটে এসে দেখে পরবর্তি ব্যবস্থা নেবেন বলেও জানান।

    Post Views: ১৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • লিবিয়া পুলিশের হাতে ফের আটক গৌরনদী ও আগৈলঝাড়ার ৪০ যুবক
    • গৌরনদীতে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বড় বীজ বিতরণ
    • গৌরনদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের  হামলায় শ্রমিকদল নেতা গুরুতর আহত ‎
    • প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ঃ  ‘দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির’ ওপর জোর; ‎কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য চাই খামারিদের প্রশিক্ষণ
    • গৌরনদীতে কারিতাসের উদ্যোগে প্রবীন ও প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
    • বিএনপি নেতা সৈয়দ সরোয়ার আলমকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
    Top