বরিশাল
গৌরনদীতে কারিতাসের প্রকল্প পরিদর্শনে জার্মান নাগরিক
নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। রোববার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন জার্মান নাগরিক ও প্রকল্পের বাংলাদেশের সমন্বয়কারী মিসেস টিম্মে আন্না লেনা। এসময় তিনি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মাহিলাড়া ইউনিয়নের হাতিবাড়ি ম>িদরের সামনে মতবিনিময় সভা করেন এবং প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোশ প্রকাশ করেন। মতবিনিময় সভায় কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্যান্সিস বেপারী, এসডিডিবি প্রকল্পের মাহিলাড়া প্রবীন-প্রতিবন্ধী হিতৈষী ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা সাহেব আলী, মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস বীর প্রতীক সহ প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।