বরিশাল
আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের সোমবার রাতে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী বাল্য বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিয়ে পন্ড করে কনের পিতামাতার কাছে মুচলেকা আদায় করা হয়।
আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিপুল দাস জানান, সোমবার রাতে বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের বিরেন ফলিয়ার মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সমাপ্তি ফলিয়ার (১৫) বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনের নির্দেশে আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা সোমবার রাত সাড়ে ৭টার দিকে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কনের পিতাকে আটক করেন এবং বিয়ে পন্ড করে দেন। এ সময় কনের পিতা মাতা মেয়ের পূর্ন বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেখা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স। বাল্য বিয়ের কোন সুযোগ নাই।