বরিশাল
আগৈলঝাড়ায় ১৯ জন করোনায় আক্রান্ত, সিনোফার্মের টিকা নিলেন ১১৩ জন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ২শত ১২৬ । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বুধবার ৩৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে হাসপাতাল ল্যাবে র্যাপিড ষ্টেটের মাধ্যমে ৩১ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ১৬ জন এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৩ জনেরসহ মোট ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ১৯ জন ব্যক্তি সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
অপরদিকে বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ৩য় দিনে সরকারের দেয়া বিনা মূল্যে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১১৩ জন। জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধির কারনে মানুষ এখন প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভীর করছেন টিকা গ্রহনের জন্য। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, করোনার টিকা প্রদানের জন্য বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩য় দিনের মতো ১১৩ জন ব্যক্তিকে সিনোফার্মের টিকা দেয়া হয়। যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তারা নতুন করে রেজিস্ট্রেশন করে চীনের সিনোফার্মের টিকা গ্রহন করতে পারবেন। এছাড়া যারা আগে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারেননি তাদের এই টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।