বরিশাল
গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ব্যালট ও ভোট উপকরণ ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সমস্যা মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


