বরিশাল
আগৈলঝাড়ায় হতদরিদ্র ভ্যান চালকের বসতঘর আগুনে ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাংতা গ্রামের ভ্যান চালক জাকির খানের বসতঘরটি রোববার রাতে আগুনে সম্পূর্নভাবে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাংতা গ্রামের ভ্যান চালক জাকির খানের বসত ঘরে রোববার রাত ১১টার দিকে বিদ্যুৎতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে পরে সম্পূর্ন ঘরটি ভস্মীভূত হয়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, ২টি ছাগলসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে গিয়ে প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ভ্যান চালক জাকির খান বলেন, রাত ১১টার দিকে ঘরে থাকা ছাগলের ডাকে ঘুম ভেঙ্গে যায়। চোখ মেলে আগুন দেখতে পাই। ভ্যান চালিয়ে ৪ সদস্যের সংসারের ব্যায় নির্বাহ করে কোন রকম মাথা গোজর ঠাই তৈরী করেছিলাম। আগুনে সব শেষ অইয়া গেছে। স্ত্রী সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা ছঅড়া কোন উপায় নাই। অঅগুনে ঘরে থাকা ১২মন ধান, ২টি ছাগল, ১০টি হাস-মুরগি, সমিতি থেকে ঋন করে ভ্যান কেনার জন্য নগদ ৪০হাজার টাকাসহ চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, নিঃস্ব ওই পরিবারের সদস্যদের জন্য প্রকল্প দপ্তর থেকে খাদ্য সহায়তা হিসেবে ২০কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি চিনি, ২লিটার তেল, ২কেজি লবন দেয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কাছে অসহায় এই পরিবারের জন্য সার্বিক সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে।