গৌরনদী
গৌরনদীতে পল্লী বিদ্যুৎ সমিতির-২‘র কর্মচারীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সরকার ঘোষিত নতুন পে-স্কেল (অন্যান্য বিদ্যুৎ সংস্থার অনুরুপ ১০০% ) কার্যকর করার দাবিতে সোমবার সকালে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি ও প্রতিমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেছেন।
সকাল সাড়ে ৯টায় গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে জুনিয়র ইঞ্জিনিয়ার দুর্জধন বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্মচারী সৈয়দ জাকির হোসেন, সোহেল আহম্মেদ, ওহাব মল্লিক, আনোয়ার কবির, আকরাম হোসেন। বক্তারা আগামি ৩০ জুনের মধ্যে তাদের দাবি মানা না হলে কঠিন আন্দোলন করার হুমকি দেন। শেষে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির-২ জেনালের ম্যানেজারের মাধ্যমে বিদ্যুৎ জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন।