গৌরনদী
গৌরনদীতে বাজার নিয়ন্ত্রণে অভিযান
নিজস্ব প্রতিবেদকঃ বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বরিশালের গৌরনদীতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে মাহিলাড়া, আশোকাঠী বাজার মনিটরিং করা হয়। এসময় বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংলক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে অন্যান্যদের মধ্যে ভেটোনারী সার্জন মাহমুদুল হাসান ফরিদ, স্যানেটারী ইন্সপেক্টর শংকর দাস সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।