গৌরনদী
আগৈলঝাড়ায় দলীয় কোন্দলে দ্বিধাবিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় দলীয় কোন্দলে দ্বিধাবিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই ভাগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । এতে বিপাকে পড়েছে বিএনপি ও যুবদলের তৃনমুল নেতা-কর্মীরা।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে (আগৈলঝাড়া-গৌরনদী) দীর্ঘ কয়েক বছর ধরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগের দায়িত্ব থাকা) আকন কুদ্দুসুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান ও এ্যাড. কামরুল ইসলাম সজলের অনুসারিরা ৪টি গ্রæপে বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে।
যে কারনে রোববার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আলাদা আলাদা ভাবে পালন করেছে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনের সমর্থক আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিব মুন্সীর সভাপতিত্বে উপজেলা সদরের কেজি স্কুলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সিকদার, জেলা যুবদল নেতা শাহ মো. বখতিয়ার, আবুল মোল্লা, সামচুল হক খোকনসহ প্রমুখ। এব্যাপারে উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মো. হাবিব মুন্সী বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের সমম্বয়ের অভাবে আলাদা কর্মসূচী পালন করতে হচ্ছে।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগের দায়িত্ব থাকা) আকন কুদ্দুসুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, এ্যাড. কামরুল ইসলাম সজল গ্রæপের সকল নেতা-কর্মীরা মিলে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনিরের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক ডা. মাহাবুবুল ইসলাম, আরিফ হোসেন ফিরোজ, জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল, সাধারন সম্পাদক লিটন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা হাসান কাজীসহ প্রমুখ। এব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন বলেন, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিব মুন্সীকে বলা হলেও সে সভায় আসেনি। সে তার ইচ্ছেমত কাজ করেছে। এটা ঠিক হয়নি।