গৌরনদী
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রোববার সকালে গৌরনদী বাসষ্টান্ডে আলোচনা সভা, রক্তদান কমূসূচী ও চিকিৎসা সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য এস,এম, মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আঃ মালেক আকন, সাবেক সহ সম্পাদক আব্দুল আউয়াল লোকমান, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক প্যানেল মেয়র মোঃ শাহ আলম ফকির, প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম, এ, গফুর। বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার, যুবদল নেতা মুরাদ হোসেন, গাজী রাকিব হোসেনসহ উপজেলা-পৌর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।