বরিশাল
আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষন, ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের এক কলেজ ছাত্রীকে (১৬) জোর পূর্বক ধর্ষন করেছে একই উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের নয়ন মন্ডল (২০)। এ ঘটনায় মঙ্গলবার ধর্ষিতা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় ৫ জনকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের কলেজ ছাত্রীর (১৬) সঙ্গে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের নয়ন মন্ডলের (২০) পরিচয় হয়২৪ অক্টোবর কলেজ ছাত্রীকে নিয়ে বেড়াতে যায় নয়ন মন্ডল। ওই দিন রাত ৮টার দিকে জোবারপাড় ইটের ভাটার নির্জন স্থানে তাকে জোর পূর্বক ধর্ষন করে নয়ন মন্ডল। বাকাল গ্রামের ইমু মিয়া (২১), সুজন (২০), সুমন মিয়া (১৯)সহ ৪ যুবক ঘটনা দেখে তাকে (কলেজ ছাত্রীকে) ও নয়ন মন্ডলকে আটক করে বাকাল গ্রামে নিয়ে যায়। সেখানে একটি বিদ্যালয়ের কক্ষে নয়ন মন্ডলকে আটকে রেখে এবং অপর একটি কক্ষে নিয়ে ওই চার কিশোর কলেজ ছাত্রীকে পুনরায় জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে নয়ন মন্ডলসহ ৫ বখাটে বখাটে পালিয়ে যায়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার নয়ন মন্ডল, ইমু মিয়া, সুজন, সুমন মিয়াসহ ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।